HELLO ALL GSM FRIENDS 100+ FIRMWARE,,FLASH FILE FREE ONLY FOR MEMBER!**** All kinds off China phone Official Firmware****Symphony**** Walton****Micromax*****Maximus*****Winmax*****Forme*****Kingstar*****Kingtel****Any Samsung Clone Android Firmware and Other China Android Phone Official Firmware if Your Need Just Call me +8801619-144093 or Email-gulaelectronics@gmail.com*****Charge & Condition Apply****


Welcome TO Firmware World ALL Tested China Firmware : OPPO UNLOCK : FRP Solution Phone :WhatsApp-Imo-Viber :+8801922-663337, Skype : gulap.electronics : Yahoo :gulapelectronics@yahoo.com
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday, 21 July 2024

অস্বাভাবিকভাবে ব্যাটারির চার্জ কমে যাওয়া

অস্বাভাবিকভাবে ব্যাটারির চার্জ কমে যাওয়া 



যেকোনো স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি লাইফের প্রতি সবারই নজর একটু বেশি থাকে। তাই সাধারণের তুলনায় দ্রুত চার্জ শেষ হলে তা সহজেই ব্যবহারকারীর চোখে পড়ে। বেশ কিছু কারণে অ্যানড্রয়েড ফোনগুলোর ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নানা ধরনের অ্যাপসের কারণে এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো আপনার স্মার্ট ফোন রিবুট করা। মাঝে মাঝে সবকিছু খুব অদ্ভুতভাবে কাজ করে। এক্ষেত্রে সবকিছু পুনরায় চালু করতে হয়। রিবুট করলে এই সমস্যাটির দ্রুত সমাধান হয়। 

এরপরের কাজটি হলো সব অ্যাপ আপডেট করা। ফোনে এমন অ্যাপ থাকতে পারে যেটি হয়তোবা ডেভেলপাররা ঠিক করে ফেলেছে কিন্তু আপনি আপডেট করেননি বলে আপনার ফোনে এমন সমস্যা দেখা দিচ্ছে। প্লে স্টোরে ঢুকে প্রতিটি অ্যাপ আপ টু ডেট আছে কিনা সে ব্যাপারে ভালোভাবে খেয়াল করুন। কিছু দিন পর পর এভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। ফোন যদি অনেক দিন পুরানো হয়ে থাকে তাহলে ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হতে থাকবে। বেশি দিন পুরানো ব্যাটারি ফোনের জন্য অসুবিধাজনক হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে সম্ভব হলে নতুন একটি ব্যাটারি লাগিয়ে নেওয়া উচিত।


Mobile Solution , Troubleshooting & i-phone Specialist. Gulap Electronics Anika Complex,shop NO-06, Dakshin Khan Bazar Dhaka – 1230 Mobile Numbe 01619144093 E-mail:gulapelectronics@gmail.com

No comments: